টেকনাফে ছুরিকাঘাতে টমটমচালক নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে মো. শফিক (২৫) নামে এক টমটমচালক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টমটমচালক মো. শফিক সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে।
এদিকে খুনের ঘটনায় জড়িত আবদুল আমিনের ছেলে আব্দুল ছালামকে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শত্রুতার জের ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মো. শফিককে ছুরিকাঘাত করেন ছালাম।
পরে জনতা ও পুলিশ রক্তাক্ত অবস্থায় শফিককে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকারী আবদুস ছালামকে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার এসআই সাব্বির ও এসআই ইফতেখার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ