এবার সিলেটের সাবেক মেয়র কামরান করোনা আক্রান্ত
স্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরানের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার কামরানের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়। শুক্রবার রাতে রিপোর্ট পজিটিভ আসে।
শিপলু জানান, কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন কামরান। নিজ বাসাতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এখনো জ্বর ওঠানামা করছে বলে জানান শিপলু।
এদিকে, গত ২৭শে মে করোনা আক্রান্ত হন বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এএস