News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪১, ৪ জুন ২০২০
আপডেট: ০৪:২১, ৭ জুন ২০২০

টিসিবির সাবেক কর্মকর্তা দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

টিসিবির সাবেক কর্মকর্তা দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলতাফ হোসেন বাদী হয়ে গত বুধবার দুদক সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলা নাম্বার ১। মামলায় টিসিবির সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তাঁর স্ত্রী জাহান আরাকে আসামি করা হয়।

ওই মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক উহা নিজেদের দখলে রেখেছেন। এবং জেনে-শুনে অসৎ উদ্দেশ্যে উক্ত সম্পদ অর্জনের উৎস সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দুদকে দাখিল করায় দুদক আইন,২০০৪ এর ২৬ (২), ২৭(১) ও দ-বিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়