টিসিবির সাবেক কর্মকর্তা দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলতাফ হোসেন বাদী হয়ে গত বুধবার দুদক সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলা নাম্বার ১। মামলায় টিসিবির সাবেক সহকারী কার্যনির্বাহী আলী আজম খান ও তাঁর স্ত্রী জাহান আরাকে আসামি করা হয়।
ওই মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ১ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৬৬৩ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক উহা নিজেদের দখলে রেখেছেন। এবং জেনে-শুনে অসৎ উদ্দেশ্যে উক্ত সম্পদ অর্জনের উৎস সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দুদকে দাখিল করায় দুদক আইন,২০০৪ এর ২৬ (২), ২৭(১) ও দ-বিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস