News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৪, ৪ জুন ২০২০
আপডেট: ০৪:২১, ৭ জুন ২০২০

স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামকে বদলি, নতুন দায়িত্বে আব্দুল মান্নান

স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামকে বদলি, নতুন দায়িত্বে আব্দুল মান্নান

আসাদুল ইসলাম ও আব্দুল মান্নান (বাঁ থেকে)

নভেল করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতেই স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করেছে সরকার। তার স্থলে বিভাগটিতে নতুন সচিবের দায়িত্ব নিতে যাচ্ছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বদলি আদেশ জারি করেছে।
ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত ওই আদেশে সচিব মো. আসাদুল ইসলামকে নতুন করে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বের কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
চাঁদপুরে জন্ম নেয়া বিসিএস অষ্টম ব্যাচের ক্যাডার মো. আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ভূমি সংস্কার বোর্ডের দায়িত্ব নেয়ার আগে তিনি স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়