News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৫, ৪ জুন ২০২০
আপডেট: ০৪:২০, ৭ জুন ২০২০

করোনায় ইব্রাহিম মেডিকেলের অধ্যাপকের মৃত্যু

করোনায় ইব্রাহিম মেডিকেলের অধ্যাপকের মৃত্যু

রাজধানীর ইব্রাহিম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইব্রাহিম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমানে উপদেষ্টা অধ্যাপক ডা. জালালউদ্দিন আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. জালালউদ্দিন বলেন, “অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথম কেবিনে থাকলেও অবস্থা একটু খারাপ হওয়াতে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১ জুন তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশন দেওয়া হয়। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
অধ্যাপক ডা. মো. মহিউদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়