মুন্সীগঞ্জ হাসপাতালের করোনা ইউনিটে ৩ রোগীর মৃত্যু
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিন রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে একজন ও বুধবার ভোরে ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মুন্সীগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৩ জন মারা গিয়েছেন। এদিকে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮০২ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, জহির (৪০) নামের একজন গত ২ তারিখে করোনার উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন।
৩১ তারিখে সিরাজুল ইসলাম (৪৫) আরেক রোগী করোনার উপসর্গ নিয়ে এসে ভর্তি হন। ৩ দিন চিকিৎসার পর বুধবার সকালে সিরাজ এবং মঙ্গলবার রাতে ভর্তি হওয়া জহির বুধবার মারা যান।
অপরদিকে, টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে করোনা পজিটিভ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন মাসুদ (৫৫)। তিনিও বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ৩ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এদের মধ্যে একজন করোনা পজেটিভ নিয়ে ভর্তি হন। এবং বাকী ২ জন করোনার উপসর্গ নিয়ে আইনেসালেশনে চিকিৎসাধীন ছিলেন।
তাদের দুই জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রেজাল্টা এখনও আসেনি। মৃত ব্যক্তিদের ডাব্লিইএইচওর নির্দেশনা অনুয়ায়ী দাফন করার পরামর্শ দেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ডি