News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫২, ৪ জুন ২০২০
আপডেট: ০৪:২৯, ৬ জুন ২০২০

আগুনে ৫ রোগীর মৃত্যু: ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা

আগুনে ৫ রোগীর মৃত্যু: ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা

ইউনাইটেড হাসপাতালের অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, বুধবার রাতে অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করা ভার্নন আন্থনী পালের জামাতা রোনাল্ড রিকি গোমেজ মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্ত করা হয়েছে ইউনাইটেড হাসপাতালের সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সদস্য, চিকিৎসক ও নার্সদের।
থানার ডিউটি অফিসার মোফাজ্জল হোসেন জানান, পাঁচ রোগীর মৃত্যুর জন্য তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
ওসি কামরুজ্জামান জানান, তারা বিষয়টি তদন্ত করছেন।
গত ২৭ মে হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা করার জন্য তৈরি আলাদা আইসোলেশন ইউনিটে আগুন লেগে সেখানে চিকিৎসাধীন পাঁচ জন রোগীর সকলেরই মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়