বৃহস্পতিবার ভার্চুয়াল টিকা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
কীভাবে বিভিন্ন দেশ এবং সামনের সারির স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস সংকট মোকাবিলা করছেন এবং প্রয়োজনীয় টিকা পরিষেবা বজায় রাখছেন তা নিয়ে বৃহস্পতিবার লন্ডনে বৈশ্বিক টিকা সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের আয়োজনে এবারের সম্মেলন পুরোপুরি ভার্চুয়াল ইভেন্টে হবে।
বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ইউএনবিকে বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সভাপতিত্বে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিটটি ইউকের নেতৃত্বে কোভিড-১৯ মহামারি মোকাবিলার মূল ভূমিকা নেবে।’
ডিকসন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে তিনি অত্যন্ত খুশি।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘টিকাদান সর্বদা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং টিকা প্রচারে শেখ হাসিনার একটি শক্তিশালী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত খ্যাতি রয়েছে।’
টিকাদান কর্মসূচিতে বৈশ্বিক অ্যাওয়ার্ড লাভ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এএস