News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৮, ৩ জুন ২০২০
আপডেট: ০৪:২৬, ৬ জুন ২০২০

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজারে ও সকালে সিডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোশাক শ্রমিক আক্কাস আলী (৪৮) ও কুলেছা বেগম (৪২) এবং মোটর সাইকেল আরোহী কামরুল ইসলাম (৩২)।

ভালুকা থানার ওসি মাইন উদ্দিন বলেন, শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অপর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়।

“এতে পিকআপ ভ্যানে থাকা পোশাক শ্রমিক দম্পতি আক্কাস ও কুলেছা ছিটকে পড়েন। এ সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই কুলেছা নিহত হন।”

পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আক্কাসকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫)ও বৃষ্টি আক্তারকে (১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। 

ওসি বলেন, “এছাড়া সকালে সিডস্টোর বাজার এলাকায় একটি মোটর সাইকেলকে ঢাকাগামী একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী কামরুল ঘটনাস্থলেই মারা যান।”

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়