News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৫, ৩ জুন ২০২০
আপডেট: ০৪:২৬, ৬ জুন ২০২০

সুনামগঞ্জে ১৪ র‍্যাবসহ একদিনে ৩৯ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে ১৪ র‍্যাবসহ একদিনে ৩৯ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে ১৪ জন র‍্যাব সদস্যসহ একদিনে ৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন। মারা গেছেন একজন।

মঙ্গলবার (২ জুন) রাতে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২২৭ জনের নমুনা পাঠানো হয়।

মঙ্গলবার এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে র‍্যাব-৯ এর ১৪ জন সদস্য, ছাতক উপজেলার ১২ জন, দোয়ারাবাজার উপজেলার পাঁচজন, সুনামগঞ্জ সদর উপজেলার দুইজন, শাল্লা উপজেলার দুইজন, জামালগঞ্জ উপজেলার দুইজন এবং বিশ্বম্ভপুর উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে মঙ্গলবার ৩৯ জনের করোনা শনাক্ত হয়ে। আক্রান্ত সবাইকে আইসোলেশনে নিয়ে আসা হবে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়