News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ৩১ মে ২০২০
আপডেট: ০৪:২৮, ৩ জুন ২০২০

অবৈধ সম্পদ: বাড্ডার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ: বাড্ডার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

রাজধানীর বাড্ডা থানার বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। আজ দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে দুদক সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করে।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৪৪৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন করে। এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ২৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে।  জাহাঙ্গীর আলম  উক্ত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অর্জিত সম্পদ সম্পর্কে তথ্য গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর  ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক জাহাঙ্গীর আলমের নামে সম্পদ বিবরণী নোটিশ (ফরম নং-০০০২৩৪৫) জারি করা হয়। তৎপ্রেক্ষিতে  জাহাঙ্গীর আলম গত ৩১ অক্টোবর ২০১৮ সালে দুদকে সম্পদ বিবরণী দাখিল করে।

দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদন সাপেক্ষে আজকে মামলাটি দায়ের করা হলো। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নাম্বার ১। মামলাটি করা হয়েছিল ৩১ মে ২০২০ সালে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়