News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২০, ৩১ মে ২০২০
আপডেট: ০৪:২৮, ৩ জুন ২০২০

দুবাই থেকে ফিরলেন আটকে পড়া ২৬২ জন

দুবাই থেকে ফিরলেন আটকে পড়া ২৬২ জন

করোনাভাইরাস মহামারীর মধ্যে দুবাইয়ে আটকে পড়া ২৬২ জন দেশে ফিরেছেন।

রোববার ভোর ৪টা ৩০ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিনদেশে আটকা পড়েন।

এরই মধ্যে লন্ডন,সৌদি আরব,ব্যাংকক, সিঙ্গাপুর,তুরস্ক,মালদ্বীপ,কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।

ভারত থেকে কয়েক ধাপে ইউএস বাংলা এয়ারলাইন্সে এক হাজারেরও বেশি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটেও এসেছেন কয়েক শতাধিক বাংলাদেশি।

বাংলাদেশের সঙ্গে এখন ভারতসহ বিভিন্ন দেশের নিয়মিত যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। শুধু চীনের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়