News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ মে ২০২০
আপডেট: ০৪:৩৯, ৩০ মে ২০২০

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
নিহতের নাম সুলতান খাঁ (৫২)। তিনি ফরিদপুরের নগরকান্দা থানার রাহুতপাড়া এলাকার জয়নাল খাঁর ছেলে।
শুক্রবার কারাগার থেকে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো বাহারুল ইসলাম জানান, ফরিদপুরের নগরকান্দা থানায় হত্যা মামলায় সুলতান খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।
এরপর তিনি ২০০৪ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ১৫৯৭/এ।
শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সুলতান খাঁকে মৃত ঘোষণা করেন।
সুলতান খাঁ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক খায়রুল কবির জানান, মৃত অবস্থায় রাত ৮টার দিকে সুলতান খাঁকে হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়