News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪০, ২৯ মে ২০২০
আপডেট: ০৪:৪২, ২৯ মে ২০২০

নড়াইলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নড়াইলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

জ্বর,শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফেরার তিনদিন পর নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইলে গ্রামের মো. রেজাউল করীম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে ঢাকার একটি সিকিউরিটি কোম্পানির ম্যানেজার হিসেবে চাকরি করতেন এবং আজিমপুর এলাকায় থাকতেন। তিনি জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ঈদের দিন বিকেলে বাড়িতে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান এবং ওই রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র করোনার উপসর্গে মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার রাতেই মৃতের দাফন সম্পন্ন হয়েছে। একারণে রেজাউল করীমের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা যায়নি। তবে মৃতের পরিবারের অন্যান্য সদস্যের করোনার নমুনা পরীক্ষার জন্য শুক্রবার সংগ্রহ করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়