News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২২, ২৮ মে ২০২০
আপডেট: ১১:০৯, ২৮ মে ২০২০

বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪

বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধরলা নদীতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বউয়ের বাবাসহ চারজন নিখোঁজ রয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার বাসিন্দা কনের বাবা নুরু ইসলাম (৬০), একই এলাকার আমেনা খাতুন (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ জন একটি নৌকায় করে বুধবার বিকালে বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে ধরলা নদীতে হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে। এসময় বৃ‌ষ্টি থেকে রেহাই পেতে নৌকায় লোকজন প‌লি‌থিন নিয়ে টানাটা‌নি করলে নৌকা‌টি উল্টে যায়।
এ সময় অন‌্যান‌্য লোকজন সাঁতরে তীরে উঠলেও কনের বাবাসহ চারজন নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে বু‌ড়াবু‌ড়ি ইউনিয়নের চেয়ারম‌্যান আবু তালেব সরকার জানান, রাতে খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে তাদের সন্ধান এখনো পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়