News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২২, ২৭ মে ২০২০
আপডেট: ১৭:২২, ২৭ মে ২০২০

ধুনটে বজ্রাপাতে ২ ব্যবসায়ীর মৃত্যু

ধুনটে বজ্রাপাতে ২ ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার ধুনটে বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজারে এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুই ব্যবসায়ীর মৃত্যুতে শুধু তাদের পরিবারের নয়; অন্য ব্যবসায়ী ও গ্রামবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

মৃত ব্যবসায়ীরা হলেন- ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের নাদু খাঁর ছেলে মসলা ব্যবসায়ী ফজর আলী (৪২) ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর রহমান (৪৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে সাগাটিয়া বাজারে কেনাবেচা চলছিল। এ সময় ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘন ঘন বজ্রপাত শুরু হলে অন্য ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করেন। ফজর আলী ও হাফিজুর রহমান তাদের দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন বিকট শব্দে বজ্রাঘাতে দু’জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

মেডিক্যাল অফিসার ডা. গাজী সালাহ্ উদ্দিন জানান, বজ্রাঘাতে আহত দুই ব্যবসায়ীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়।

ধুনট থানার ওসি জানান, মৃত ব্যবসায়ীদের দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়