News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৫, ২৭ মে ২০২০
আপডেট: ১০:৩৯, ২৭ মে ২০২০

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

শ্রীলঙ্কার পার্লামেন্ট সদস্য হিসেবে পাঁচ দশক পূরণ করায় দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে শেখ হাসিনা টেলিফোনে রাজাপাকসেকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

টেলিফোনে বঙ্গবন্ধু কন্যা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যও কামনা করেন। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে শুভেচ্ছা বিনিময়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজ সকালে কলোম্বোয় মাহিন্দা রাজাপাকসের বাড়িতে গিয়ে ফুল দিয়ে আসেন সেখানে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ।

১৯৭০ সালের ২৭ মে রাজাপাকসে প্রথম সংসদে যোগ দেন। শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে কম বয়েসী পার্লামেন্ট সদস্য তিনি।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়