News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০০, ২৭ মে ২০২০
আপডেট: ০৩:২০, ২৮ মে ২০২০

যমুনায় নৌকাডুবি: আরও ৩ লাশ উদ্ধার

যমুনায় নৌকাডুবি: আরও ৩ লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে মোট পাঁচটি লাশ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন।

চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, বুধবার সকালে জোতপাড়া গ্রামের কাছে নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা শাহজাদপুর উপজেলার কৈজুরি এলাকার আব্দুর রশিদের ছেলে আফজালের (৩২) লাশ উদ্ধার করেন। সেই সাথে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে শেখ কামাল মোল্লার (৪৫) লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের মৃত তহির ফকিরের ছেলে পাষাণ ফকির (৬৫) ও একই এলাকার কলাগাছি গ্রামের শামিম উদ্দিনের ছেলে নাইমের (৬) লাশ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক বলেন, ঢাকা থেকে ডুবুরি দল রাতেই এসে পৌঁছে। তাদের সাথে নিয়ে ইতোমধ্যেই আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে ৭০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালি যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫২ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। যাত্রীদের অধিকাংশই ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়