News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৩, ২৭ মে ২০২০
আপডেট: ০৬:১৩, ২৭ মে ২০২০

নবীনগরের এমপি এবাদুল করিম করোনা আক্রান্ত

নবীনগরের এমপি এবাদুল করিম করোনা আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের (নবীনগর) আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমান সংসদের দুজন সদস্য করোনা আক্রান্ত হলেন।
এর আগে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
সংসদ সদস্যের বড় ভাই ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও এবাদুল করিমের অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি বলেন, “পাঁচদিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এর পর থেকে সে বাসায়ই চিকিৎসা নিচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়