নড়াইলে আ.লীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা
নড়াইলের নড়াগাতিতে দুর্বৃত্তদের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কাইয়ুম শিকদার নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি হাসনাত মোল্যার হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়।
মঙ্গলবার রাতে কালিয়া উপজেলা কালিনগর বোয়ালিয়ার চর মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। কাইউম শিকদার উপজেলার বিলাফর গ্রামের হাসমত আলী শিকদারের ছেলে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে কালিয়া উপজেলা থেকে কাইউম শিকদার ও নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি মোল্যা আবুল হাসনাতসহ ৫-৬ জন নেতাকর্মী মোটরসাইকেলে কলাবাড়িয়া ফিরছিলেন। পথে কালিনগর বোয়ালিয়ার চর মন্দিরের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে কাইয়ুম শিকদার ও হাসনাত মোল্যার হাত ও পায়ের রগ কেটে দেয়। হাসপাতালে নেবার পথে কাইয়ুম সিকদার মারা যান। মারাত্মক আহত হাসনাত মোল্যাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, খুনিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ