করনো আক্রান্ত পুলিশের সংখ্যা ছাড়ালো ৪ হাজার
করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঠে দায়িত্ব পালনকারী পুলিশ বাহিনীতে এই রোগে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের চার হাজার ৫৩ জন সদস্য নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে মারা গেছেন ১৪ জন আর সুস্থ হয়েছেন ১১১৯ জন।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে বলে সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি