পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে
সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
গত রাতে তার ছেলে মাশাহেদ হাসান সীমান্ত টেলিফোনে নিউজবাংলাদেশকে জানান, গত এক সপ্তাহ ধরে তার বাবার জ্বর, কাশি ছিল। শনিবার সকাল ১০টার দিকে বেশি অসুস্ত হয়ে পড়লে আব্বুকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে করোনা উপসর্গ থাকায় করোনায় পরীক্ষার জন্য স্যাপ্মুল দেয়া হয়। রাত ১১টায় রিপোর্ট হাতে পাই। সেখানে তার করোনা পজেটিভ ধরা পড়ে।
মাহমুদ হাসান বর্তমানে ঢামেকের আইসিইউতে আছেন।
সম্প্রতি করোনা মোকাবেলায় কুড়িগ্রাম জেলায় সরকারের কর্মকান্ড পরিচালনায় অংশ নেন মাহমুদ হাসান।
এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ হাসান।
এছাড়া মাহমুদ হাসান পঞ্চগড়, ফরিদপুরে হকারী কমিশনার, চট্টগ্রামের আনোয়ারা ও সীতাকুন্ডে সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউএনও, সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি, হবিগঞ্জের জেলা প্রশাসক , মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক, বরিশালের ডিএলআরসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, দূর্ণীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি