News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৯, ২৩ মে ২০২০
আপডেট: ০৬:৩৮, ২৪ মে ২০২০

এবার চাঁদপুরে সেনাবাহিনীর ‘ঈদ বাজার’

এবার চাঁদপুরে সেনাবাহিনীর ‘ঈদ বাজার’

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্ন শ্রেণির মানুষের মাঝে ঈদ বাজার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৪৪ পদাতিক ব্রিগেড। ঈদ বাজারটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা জোনের মেজর খায়রুল ইসলাম সিএইচপি।

শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এই ঈদ বাজারের আয়োজন করা হয়।

সামাজিক দূরত্ব বজায়ে রেখে বিনামূল্যে নিম্ন আয়ের বিভিন্ন পেশার ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, তেল, সাবান, বাচ্চাদের নতুন জামাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য প্রদান করা হয়।

মেজর খায়রুল বলেন, এই বাজারের উদ্দেশ্য করোনা দুর্যোগে প্রতিবন্ধী, অসহায়-দুস্থ, নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানো। যদিও এটিকে বাজার বলা হচ্ছে তবে এটি বাজার নয়। এখানে রাখা প্রতিটি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে দুঃস্থরা নিতে পারবে। জীবাণুনাশক প্রবেশ পথ, হাত ধোয়ার সুব্যবস্থা সম্বলিত এই বাজারে বিনামূল্যে চাল, আলু, ডাল, কাপড় সহ নানা প্রকারের পন্যসামগ্রী দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের বাজারের সকল সবজিগুলো প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে যাতে করে তারা কিছুটা হলেও লাভবান হয়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যদি কিছু মানুষের মুখে হাসি ফুটে তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। আমরা চাই বাংলাদেশ অতিদ্রুত করোনা থেকে মুক্তি লাভ করুক।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। সরজমিনে জরিপ করে অসহায় প্রতিবন্ধি ও দুস্থ ব্যক্তিদের তালিকা তৈরি করা হবে। সেনাবাহিনী নির্ধারিত সময় দিয়ে বাজার বসাবে। তালিকাভুক্ত মানুষজন টোকেন দেখিয়ে সেনাবাহিনীর সরবরাহ করা বাজার সংগ্রহ করবে।

এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সুশৃংখলভাবে আয়োজিত এই ব্যতিক্রমী বাজারে বিনামূল্যে বাজার করার সুযোগ পেয়ে আনন্দিত অসহায় দরিদ্র নিম্নআয়ের মানুষেরা।

এর আগে কিছুদিন পূর্বে চাঁদপুরে সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছিলো।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়