বরগুনার আমতলীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার আইসোলেশনে চিকিৎসাধীন থাকা এক বৃদ্ধের (৭২) মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, গত বুধবার আমতলী ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের এই ব্যক্তি জ্বর ও শ্বাসকস্ট নিয়ে হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়। গত বৃহস্পতিবার তার শরীরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
শনিবার সকাল ৯ টায় তার মৃত্যু হয়। দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে দাফন করা হয়। আজ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯ জন। সুস্থ ৩১ জন। চিকিৎসাধীন ১৬ জন। মারা গেছেন ২ জন।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ