News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪২, ২৩ মে ২০২০
আপডেট: ১২:০৬, ২৪ মে ২০২০

প্রয়াত সাবেক এমপি পুতুলের করোনা পজিটিভ, পরিবারের ৪ জন আক্রান্ত

প্রয়াত সাবেক এমপি পুতুলের করোনা পজিটিভ, পরিবারের ৪ জন আক্রান্ত

বগুড়ায় করোনা রোগী শনাক্ত হওয়ার ৫২ দিনে শুক্রবার সর্বোচ্চ ২৪ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর দিয়েছে সিভিল সার্জন অফিস। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এই প্রথম কোনো মৃত্যুর তথ্য দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে মারা যাওয়া সাবেক মহিলা সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের নমুনা পরীক্ষা করে দেখা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া তার পরিবারের অপর ৪ সদস্যর করোনা পজিটিভ।
বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্তরা হলেন- বগুড়া সদরের আট জন, সারিয়াকান্দির ছয়জন, দুপচাচিয়ার তিনজন, কাহালুর দুইজন, আদমদিঘীর দুইজন, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও গাবতলীতে একজন করে। সদরের আটজনের মধ্যে বৃহস্পতিবার রাতে মারা যাওয়া সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের পরিবারের চার জন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়