News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ মে ২০২০
আপডেট: ১১:৫৫, ২৩ মে ২০২০

কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালক পরিবর্তন

কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালক পরিবর্তন

বাংলাদেশ কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে পরিবর্তন করা হয়েছে। সিএমএসডিতে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে।
শুক্রবার আবু হেনা মোরশেদ জামানকে সিএমিএসডি’র পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে জানানো হয়, সিএমএসডি’র পরিচালকের দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, মার্চ মাসে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হওয়ার পরে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী বিতরণ নিয়ে আলোচনায় আসে সিএমএসডি। নিম্নমানের সুরক্ষা সামগ্রী সরবরাহের অভিযোগ আসে। এছাড়াও নকল মাস্ককাণ্ডসহ নানা কারণে আলোচনায় আসে সিএমএসডি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়