আগুনের তাণ্ডবে দিশেহারা সাদুল্যাপুরের ফুল মিয়া
গাইবান্ধা: হত দরিদ্র ফুল মিয়া। স্ত্রী শাফিয়া ও দুই কন্যা সন্তানকে নিয়ে তার পরিবার। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর বাজারপাড়া গ্রামে তার বাড়ি। তিনি ওই গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।
ফুল মিয়ার বসতভিটা ছাড়া কিছুই নেই। আর ওই ভিটায় ছিল ছোট্ট ৩টি টিনের ঘর। ফুল মিয়ার পাশাপাশি স্ত্রী শাফিয়া বেগম অন্যের বাড়িতে শ্রম দিয়ে কোনোমতে দিনাতিপাত করে আসছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে তার ৩টি ঘর।
বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। এই আগুনের তাণ্ডবলীলায় কোনো কিছুই রক্ষা করতে পারেননি ফুল মিয়া। ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র সবই পুড়ে গেছে। সবকিছুই যেন লণ্ডভণ্ড হয়ে গেছে তার। জীবনের পথে থমকে গেছেন ফুল মিয়া। তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।
ফুল মিয়ার দাবি, এই অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে এ পর্যন্ত প্রশাসন কিংবা জন-প্রতিনিধি ঘটনাস্থলে পৌছেনি।
সাদুল্যপুরের জামালপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা জানান তিনি অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছেন।
নিউজবাংলাদেশ.কম/টিএইচজেড/এফই
নিউজবাংলাদেশ.কম