রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর আগারগাঁওয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক অভিযুক্ত মাদক চোরাকারবারি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত কবির (৪৫) গাজীপুর জেলার শ্রীপুরের বাসিন্দা ছিলেন উল্লেখ করে র্যাব-২ এর উপ-পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, বিভিন্ন থানায় কবিরের বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে।
তিনি বলেন, “ভোর সাড়ে ৫টায় আগারগাঁও লিঙ্করোড এলাকায় চেকপয়েন্টে র্যাবের টহলরত দলের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।”
তিনি আরও জানান, চেকপয়েন্টে কবিরের মোটরসাইকেল থামানোর সিগন্যাল দিলে সে র্যাব সদস্যদের গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেসময় র্যারও পাল্টা গুলি চালায়।
“গুলিবিদ্ধ কবিরকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন,” যোগ করেন র্যাব কর্মকর্তা।
র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি গুলি ও ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সেসময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও র্যাব দাবি করেছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ