News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১২, ১৯ মে ২০২০
আপডেট: ০৪:২৭, ২২ মে ২০২০

আম্পান: রাতের মধ্যেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আম্পান: রাতের মধ্যেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুপার সাইক্লোন আম্পানের ছোবল থেকে জীবন বাঁচাতে রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত জানান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন।

ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, সুপার সাইক্লোন আম্পান বুধবার (২০ মে) বিকেল/সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়