News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৩, ১৯ মে ২০২০
আপডেট: ০৪:২৫, ২২ মে ২০২০

রাজধানীতে বেতন-বোনাসের দাবিতে রাস্তায় পোশাক কর্মীরা

রাজধানীতে বেতন-বোনাসের দাবিতে রাস্তায় পোশাক কর্মীরা

ঢাকার মিরপুরে কয়েকশ পোশাক শ্রমিক বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে বলে জানিয়েছে পুলিশ।

কাফরুল থানার পরিদর্শক অপারেশন জাহানুর জানান, শ্রমিকরা সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত সড়কে অবস্থান বিক্ষোভ শুরু করে।

“সহস্রাধিক শ্রমিক বেতন-ভাতার দাবিতে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। ফলে এই সড়কটি পুরোপুরি অচল হয়ে পড়েছে।”

অতিরিক্ত উপ কমিশনার মিজানুর রহমান বলেন, “বিক্ষোভ করছে মূলত ওপেক্স অ্যাপারেলসের কর্মীরা। আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়েছে। তারা কয়েকটি কারখানায় ঢিল ছুড়েছে বলেও খবর পেয়েছি আমরা।”

পরিদর্শক জাহান বলেন, “আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, কারখানা মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে ।”

এ বিষয়ে জানতে চাইলে বিজিএমএর পরিচালক মনিরুল ইসলাম বলেন, “ওপেক্স অ্যাপারেলসের শ্রমিকরা রাস্তায় নেমেছে বলে আমরা শুনেছি। আর কোনো কারখানার শ্রমিকরা সেখানে আছে কি না আমি এখনও জানি না।”

তিনি বলেন, “বেতন বোনাস নিয়ে অনেক জায়াগায় ভুল বোঝাবুঝি হচ্ছে। শ্রমিকরা বিক্ষোভ করছে।”

এ বিষয়ে ওপেক্স অ্যাপারেলস কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।”

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়