News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৩, ১৮ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ২১ মে ২০২০

করোনা: বাসায় ফিরেছে মুনতাসির মামুন

করোনা: বাসায় ফিরেছে মুনতাসির মামুন

করোনাভাইরাস সংক্রমিত হওয়ার পর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে প্রবীণ ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন সুস্থ হয়ে সোমবার বাসায় ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক (বঙ্গবন্ধু চেয়ার) ড. মুনতাসির বলেন, আমি হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছি এবং আমার অবস্থা এখন ভালো আছে।

এর আগে, গত ৪ মে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ড. মুনতাসিরকে নগরীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনাভাইরাস ধরা পড়ায় তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে সোমবার সকাল পর্যন্ত দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২১ জনের মৃত্যু এবং ১৬০২ জন আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে, করোনায় নতুন করে ১৬০২ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে। আরও ২১ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ জনে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়