News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ মে ২০২০
আপডেট: ০৪:১৭, ১৯ মে ২০২০

মাগুরায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু

মাগুরায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু

মাগুরায় শুক্রবার (১৫ মে) বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’জন কৃষক ও একজন গৃহবধূ। তারা হলেন, মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের সূর্যকুন্ডু গ্রামের কাউসার শেখ (৬৫), শালিখা উপজেলার দক্ষিণ সরশুনা গ্রামের মিজানুর রহমান (৫৫) এবং সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের তানিয়া বেগম (৩৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টি থেকে বাড়ি রক্ষা করতে দড়ি দিয়ে টানা দেওয়ার কাজ করছিলেন কাউসার শেখ। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে কাউসার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজী আবু আহসান তাকে মৃত ঘোষণা করেন।

তানিয়া বেগমের পরিবার জানায়, দুপুরে বাড়ির পাশে তার স্বামী ধান কাটছিল। হঠাৎ ঝড় শুরু হলে তানিয়া তাকে সাহায্য করতে মাঠে আসার পথে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আর মিজানুর রহমান উপজেলার দক্ষিণ সরশুনা মিনাপাড়া মাঠে ধান কাটছিলেন। এসময় বজ্রাঘাতে তার মৃত্যু হয় বলে জানান তার পরিবারের সদস্যরা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন, বিকাল তিনটা থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে তিন জন মারা যান।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়