News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৩, ১৪ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ১৬ মে ২০২০

টাঙ্গাইলে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে।

জানা যায়, আক্রান্তদের মধ্যে মির্জাপুরে পাঁচজন, বাসাইলে একজন, ধনবাড়ীতে একজন, গোপালপুরে দুইজন, ঘাটাইলে দুইজন ও মধুপুরে দুইজন রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টয় ১২৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয় তাদের মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৩ এ। সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন ১৮ জন। টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৩১০১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এছাড়াও হোম কোয়ারেন্টিনে রয়েছে। ১ হাজার ৪৪৪ জন।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়