News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৩, ১৩ মে ২০২০
আপডেট: ০৪:২৫, ১৬ মে ২০২০

করোনামুক্ত হলেন হবিগঞ্জের ডিসিসহ ৫ কর্মকর্তা

করোনামুক্ত হলেন হবিগঞ্জের ডিসিসহ ৫ কর্মকর্তা

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের ৫ কর্মকর্তা করোনা থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফরেন্সে অংশ নেন এ ৫ কর্মকর্তা। পরে তারা নিজ নিজ কার্যালয়ে কাজে যোগ দেন। এ ছাড়াও বুধবার আরও ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৪ জন সুস্থ হয়েছেন।

গত ২৫ এপ্রিল করোনা আক্রান্ত হন জেলা প্রশাসক, এডিএম, ইউএনও, ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ১০ কর্মকর্তা। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক কামরুল হাসান, এডিএম উম্মে ইশরাতসহ ৫ কর্মকর্তাকে সুস্থ ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, করোনা যুদ্ধে জয়ী হওয়ার পেছনে প্রচণ্ড মনোবলই কাজ করেছে। অসুস্থ হয়েও আমরা ভার্চুয়ালী কাজগুলো পরিচালনা করেছি। বিশেষ করে আমি অনলাইনে অফিসের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সবার মনোবল ধরে রাখার জন্য কাজ করেছি।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়