হিজড়াদের খাদ্য সহায়তা দিলেন সংসদ সদস্য সাদ এরশাদ
চলমান করোনা পরিস্থিতিতে তৃতীয় দফায় দশ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে হিজড়াদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।
বুধবার (১৩ মে) বিকেলে রংপুর নগরীর দর্শনা পল্লীনিবাস বাসভবনে শতাধিক হিজড়ার মাঝে চাল, ডাল, তেল ও চিড়াসহ বিভিন্ন পণ্য বিতরণ করেন তিনি।
এ সময় হিজড়া সম্প্রদায়ের লোকজন এমপিকে কাছে পেয়ে তাদের কষ্টের কথা তুলে ধরে বলেন, সমাজে এখনও হিজড়ারা নানাভাবে অবহেলিত। অনেকে বিভিন্ন পেশায় দক্ষতা অর্জন করতে সক্ষম হলেও তাদের তেমনভাবে মূল্যায়ন করা হয় না। প্রাতিষ্ঠানিকভাবে কাজের ক্ষেত্র তৈরি না হওয়ায় মানবেতর জীবন পারি দিতে হচ্ছে তাদের। এসময় তারা সবক্ষেত্রে হিজড়াদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাদ এরশাদের প্রতি আহ্বান জানান। সেই সাথে এই দুর্যোগময় মুহূর্তে খাদ্যসামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
খাদ্যসামগ্রী বিতরণের সময় ঘণ্টাব্যাপী সাদ এরশাদ হিজড়াদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় তিনি বলেন, হিজড়ারাও সমাজের একটি অংশ।
সমাজের মূলস্রোতে তাদের সম্পৃক্ত করতে একজন সংসদ সদস্য হিসেবে যথাসাধ্য চেষ্টা করবেন বলে তিনি হিজড়াদের আশ্বস্ত করেন।
নিউজবাংলাদেশ.কম/ডি