News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৮, ১৩ মে ২০২০
আপডেট: ০৪:২৫, ১৬ মে ২০২০

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামে আ. লীগ নেতার মৃত্যু

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামে আ. লীগ নেতার মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্টে নিয়ে মারা গেছেন চট্টগ্রাম নগরের ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ। বুধবার সকাল পৌনর ৮টার দিকে নগরের মুন্সিপাড়ার এলাকার নিজরবাড়িতে তার মৃত্যু হয়।

মো. হোসেন মুরাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান। তিনি গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে মো. হোসেন মুরাদের জ্বর ছিল। গত রোববার করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। তার এক আত্মীয় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

আবদুল মান্নান জানান, বুধবার সকালে হোসেন মুরাদের শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সও আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। হোসেন মুরাদ (৫০) এক পুত্র সন্তানের জনক।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়