চাল বোঝাই পিকআপের ধাক্কায় প্রাণ গেল দু’জনের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার-থ ১১৪৪২৬) ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ও দুইজন গুরুতর আহত হন।
পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আরেক যাত্রী মারা যান। চালক রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মৃত ব্যক্তির পাশে একটি আইডি কার্ড পাওয়া যায়। সেখানে তার নাম নিতাই পদ দাস হাজরা লেখা রয়েছে। আমরা নিশ্চিত হতে পারছি না এটি মৃত ব্যক্তিরই নাম কি না। পিকআপের চালক দুর্ঘটনার পর পিকআপ ফেলে পালিয়ে গেছে।
নিউজবাংলাদেশ.কম/ডি