News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ১৩ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ১৬ মে ২০২০

চট্টগ্রামে পুরানো বিরোধের জেরে গুলি চালিয়ে যুবককে হত্যা

চট্টগ্রামে পুরানো বিরোধের জেরে গুলি চালিয়ে যুবককে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে দুই পক্ষের মধ্যে পুরানো বিরোধের জের ধরে এক যুবক খুন হয়েছেন। উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত মো. খালেদ (২৫) ওই এলাকার নেছার আহমেদের ছেলে।

বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলশা গ্রামে সমাজে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় অর্ধশতাব্দী দুই পক্ষের মধ্যে কয়েক প্রজন্ম ধরে এই ধরনের সংঘর্ষের ঘটনা চলে আসছিল।

মঙ্গলবার রাতে খালেদরা তাদের নিজেদের পাড়ায় বসে গল্প করার সময় বিরোধী পক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত গুলি চালিয়ে হামলা করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে খালেদ মারা যায়।

ওসি জানান, সমাজপতিদের মধ্যে এখন নুরুল আবসার ও জয়নাল আবেদীন নামে দুই ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন। বংশানুক্রমিকভাবে তারা সমাজের নেতৃত্ব দিয়ে আসছেন। তাদের দুই পক্ষের বিরুদ্ধে অন্তত ১০টি করে মামলা আছে।

নিহত খালেদ জয়নালের পক্ষের লোক ছিলেন বলে জানান ওসি।

এর আগে মঙ্গলবার সকালে দক্ষিণ সাধনপুর গ্রামেও আধিপত্য বিস্তার নিয়ে জহিরুল ইসলাম নামে একজন খুন হয়।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়