News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৫, ৭ মে ২০২০
আপডেট: ০৪:২৫, ৯ মে ২০২০

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহে বৃদ্ধের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গে শহিদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার কবিরপুর গ্রামে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুরাইয়া জাহান জানান, সকালে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও কাশিসহ অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন শহিদুল ইসলাম। করোনার কিছু লক্ষণ থাকায় তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছিল। পরে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, সকালে নমুনা সংগ্রহ করার পর করোনা প্রোটোকলেই মৃতের দাফন কার্য সম্পন্ন করা হবে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, মৃতের শরীরে করোনার লক্ষণ থাকায় আগামীকাল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়