News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০১, ৭ মে ২০২০
আপডেট: ০৫:৪৯, ১৩ মে ২০২০

কর্মীদের বেতন দেয়ার আহবান দোকান মালিক সমিতির

কর্মীদের বেতন দেয়ার আহবান দোকান মালিক সমিতির

বন্ধ থাকা দোকান কর্মীদের বেতন দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি (বিডিএমএস)।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ আহবান জানিয়েছে সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন।

সভাপতি বলেন, যেসব মার্কেট ও দোকান রমজানে বন্ধ রাখবে সেই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অবশ্যই বেতন-ভাতা পাবেন। তাই প্রতিষ্ঠানের মালিকদের প্রতি অনুরোধ, তারা আমাদের ডে-লেবার নয় তাদেরকে আমরা বেতনভুক্ত রেখেছি, তারা চাকরিজীবী। তাই মালিকরা যতটুকু পারেন তাদের সঙ্গে পারস্পরিক সমঝোতা করে বেতন-ভাতা পরিশোধ করবেন। যদিও বর্তমান পরিস্থিতিতে মালিকদের অর্থ সংকট রয়েছে।

এদিক গত সোমবার সরকার বিভিন্ন মহলের তদবির ও সুপারিশে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি পরিপালন শর্ত দিয়ে আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়