নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীলে অভিযান
ঈদুল ফিতরকে সামনে রেখে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবারহ নিশ্চিত ও ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়াতে যাত্রাবাড়ি-সাভারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়িসহ সাভারে অভিযান চলছে। অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস প্রমুখ।
অভিযানে বাজারের ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এবং তাদের সতর্ক করা হয় যাতে কেউ যেন অনৈতিক পন্থায় চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ায়।
উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আজকে সাভারের উলাইল বাজার, ধামরাইল, নবীনগর, নামা বাজার ডাল পট্টি, বাস স্ট্যান্ড বাজারের পাইকারি ও খুচরা বাজারে অভিযান করা হয়।
এসময় মূল্য তালিকা না থাকা সহ বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারের পণ্যের দাম তদারকি করা হচ্ছে।
যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করছেন উপপরিচালক মাসুম আরেফিন।
তিনি জানান, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান করছি। একই সঙ্গে ঈদকে সামনে রেখে মসলাসহ আনুষঙ্গিক পণ্যের দাম বেড়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে। বিষয়টি তদারকি করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস