News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৫, ৭ মে ২০২০
আপডেট: ০৪:২২, ৯ মে ২০২০

জামালপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

জামালপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধানক্ষেত পাহাড়া দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার রাত ১টার দিকে উপজেলার কামলপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল মান্নান (৫৫)। তিনি পলাশতলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভারত থেকে ৩৫/৪০টি বন্যহাতি সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের সাতানিপাড়া, বালুরচর, যুদুরচর গ্রামে প্রায় ১০ একর জমির পাকা ধান খেয়ে ফেলে।
এদিকে ধানরক্ষা করতে কৃষকরা তাদের ক্ষেতে পাহাড়া বসায়। বুধবার রাতে ধানক্ষেত পাহাড়া দেয়ার সময় কৃষক আবদুল মান্নান বন্যহাতির আক্রমণে নিহত হন।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়