News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৯, ৭ মে ২০২০
আপডেট: ০৪:২২, ৯ মে ২০২০

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারে উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতের বিল সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সাদেক (২২)। বিজিবির দাবি, সাদেক রোহিঙ্গা মাদক কারবারি। তিনি বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতের বিল সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। এসময় সাদেক ও তার সহযোগীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী রোহিঙ্গা মো. সাদেক নিহত হন।
ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়