ডাউনলোড করা ফরমেও পেনশন তোলা যাবে: অর্থ মন্ত্রণালয়
অবসরভোগী সরকারি কর্মচারীদের পেনশনের টাকা তোলার প্রায় সব ধরনের মুদ্রিত ফরম শেষ হয়ে গেছে। এগুলো মুদ্রণের কাজ চলছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে এ কথা বলেছে।
তবে প্রজ্ঞাপনে এও বলা হয়েছে, মুদ্রিত ফরম না থাকলেও টাকা তুলতে কোনো সমস্যা হবে না। অবসরভোগীরা অর্থ বিভাগের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও ফরম ব্যবহার করা যাবে। ফলে কর্মচারীর নিজের এবং তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের পেনশন পেতে কোনো জটিলতা পোহাতে হবে না।
প্রত্যাশিত শেষ বেতনপত্র, প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র, উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট, পেনশন ফরম, পারিবারিক পেনশন ফরম, নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙুলের ছাপ, আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার জন্য ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়নের প্রত্যয়নপত্র এবং না-দাবি প্রত্যয়নপত্র।
কর্মচারীর নিজের অবসরগ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। এর পর প্রশাসনিক কর্তৃপক্ষ তা অনুমোদন করলে এগুলো দাখিল করতে হবে হিসাবরক্ষণ অফিসে। হিসাবরক্ষণ অফিস এর বাইরে অতিরিক্ত কোনো ফরম, সনদ ও কাগজপত্র চাইতে পারবে না।
নিউজবাংলাদেশ.কম/এএস