News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১২, ৬ মে ২০২০
আপডেট: ০৪:২১, ৯ মে ২০২০

বয়স্ক ভাতা পেতে হলে চেয়ারম্যানকে দিতে হয় ৫০০ টাকা

অভিযোগ ইউপি সদস্যসহ ভুক্তভোগীদের

বয়স্ক ভাতা পেতে হলে চেয়ারম্যানকে দিতে হয় ৫০০ টাকা

কুমিল্লা তিতাসের নারান্দিয়া ইউনিয়নে বয়স্ক ভাতা পেতে চেয়ারম্যানকে ৫০০টাকা দিতে হয় বলে ইউপি সদস্যসহ ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বুধবার মানববন্ধন করেছে ভুক্তভোগীসহ গ্রামবাসীরা। সকালে তিতাসের ৭নং নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে বয়স্ক ভাতার পুরো টাকার দাবিতে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেনসহ স্থানীয়রা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়ে তারা জানান, ইউনিয়নের ৫টি ওয়ার্ডের এক বছরের বয়স্ক ভাতা সরকার নির্ধারিত ৬ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও তারা পাচ্ছে না। ইউপি চেয়ারম্যান ছালাউদ্দিনের মনোনিত মোবারক হোসেন প্রত্যেক ভাতা ভোগীদের কাছ থেকে ৫০০ টাকা করে রেখে দেন। অথচ প্রত্যেকের নামে ব্যাংক থেকে ৬ হাজার টাকা উত্তোলন করছেন চেয়ারম্যান। বর্তমান করোনা মহামারিতে অসহায় গ্রামবাসী কোনো ত্রাণ সহায়তা পায়নি বলেও অভিযোগ করেন।

অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান এইচএম ছালাউদ্দিন বলেন, কে বা কারা তার নাম নিয়ে বয়স্কদের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারিতে উপজেলায় এমপি মহোদয় ও নিজ তহবিল থেকে অসহায় মানুষদের ত্রাণ দেওয়া হচ্ছে।

 

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়