চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় তিনজনের মৃত্যু হলো।
মৃত গৃহবধূর নাম লিপি আক্তার (২২)। তিনি উপজেলার পৌর ৩নং ওয়ার্ড ধেররা এলাকার ফারুক পাটোয়ারীর স্ত্রী।
জানা যায়, গত ৪-৫ দিন ধরে জ্বর, ডায়রিয়া ও গলাব্যথায় ভুগছিলেন ওই গৃহবধূ। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল মৃত গৃহবধূর নমুনা সংগ্রহ করেছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, “গৃহবধূর মৃত্যুর ঘটনা শুনেছি।”
স্বাস্থ্যবিধি মেনে পরিবারের ইচ্ছা অনুযায়ী মুসলিম শরিয়াহমতে রাতেই মৃত নারীর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, “করোনা উপসর্গ নিয়ে যে কোনো লোক মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে থানা প্রশাসনকে জানালে আমরা স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফনের ব্যবস্থা করি।”
নিউজবাংলাদেশ.কম/এফএ