News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১৩, ৬ মে ২০২০
আপডেট: ০৪:২৫, ৮ মে ২০২০

খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু

খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু

খুলনায় চিকিৎসাধীন এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা ডায়াবেটিক হাসপাতালে (করোনা হাসপাতাল হিসেবে প্রস্তুতকৃত) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ওই ব্যক্তির বাড়ি রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামে।
করোনা হাসপাতালের চিকিৎসক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, সকাল থেকেই রোগীর শারীরিক অবস্থা খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়া ছিল।
রাত ১০টার দিকে চিকিৎসাধীন থেকে তিনি মারা গেছেন।
গত ২২ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে করোনা আক্রান্ত রোগীটি খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহের পর ৩০ এপ্রিল তার করোনা পজিটিভ শনাক্ত হয়। ওইদিন রাতেই তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়