News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৮, ৫ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ৮ মে ২০২০

প্রেমিকার বাড়িতে গিয়ে নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার

প্রেমিকার বাড়িতে গিয়ে নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের ছয়দিন পর লৌহজং নদ থেকে আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আশিক শহরের কাগমারা এলাকার বাসিন্দা। তার বাবার নাম রাশেদুল ইসলাম। সে শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। আশিকের বাবা রাশেদুল ইসলাম পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত।

নিহতের বাবা রাশেদুল ইসলাম জানান, কয়েক মাস আগে থেকে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আশিক ওই মেয়েকে একটি মোবাইল ফোন উপহার দেয়। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে তাদের বাসায় ডাকেন। আশিক ৩০ এপ্রিল রাতে ওই মেয়ের বাসায় মোবাইল ফোন আনতে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নিখোঁজ আশিকের মরদেহ বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়