হবিগঞ্জ জেলা প্রশাসক করোনা আক্রান্ত
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হলেন। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার।
অমিতাভ পরাগ তালুকদার বলেন, গত ২১ এপ্রিল ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জেলা প্রশাসকের নমুনা পাঠানো হয়। গত রোববার রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদন 'পজিটিভ' আসে। তবে তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। নমুনা পাঠানোর পর থেকেই জেলা প্রশাসক নিজ বাসাতেই রয়েছেন। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তিনি বাসার বাইরে বের হননি।
হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, জেলা প্রশাসকের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, জেলায় সোমবার পর্যন্ত সর্বমোট ২ হাজার ৩২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৮৬ জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আক্রান্ত এক শিশু মারা গেছে। বাকি ৭৩৯ জনের নমুনা পরীক্ষার ফল জানা যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এএস