মুনতাসীর মামুনের অবস্থার উন্নতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মুনতাসীর মামুনের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসায় চিকিৎসক পরিষদের সভাপতি মনি লাল আইচ লিটু প্রথম আলোকে এসব তথ্য জানান।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবিনা ইয়াসমীন; নাক, কান, গলার বিভাগীয় প্রধান মনি লাল আইচ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হক, কার্ডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক সালাউদ্দীন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান ও অ্যানেসথেশিয়া (অবেদনবিদ্যা) বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান।
বোর্ড গঠনের চিঠিতে বোর্ডের সদস্যদের সরেজমিন পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থাপনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মুনতাসীর মামুন গত রোববার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হন। গতকাল সোমবার পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর রোগ সম্পর্কে নিশ্চিত হন।
নিউজবাংলাদেশ.কম/এনডি